মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে চাঁদপুরের কচুয়ায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার উত্তর ইউনিয়নের তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ওই ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার সময় তাদের আটক করা হয়।
আটক ৩ মহিলা ছিনতাইকারী হলেন- হালিমা বেগম (৩৫), ছৈয়াদা বেগম(৩৮) ও ছালেমা বেগম(৪৫)। ৩ মহিলা ছিনতাইকারী বাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার অধিবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিচয়পত্র নিতে আসা মহিলা ৪ মহিলার গলা থেকে ৫টি স্বর্ণের চেইন চুরি করে। স্থানীয় জনগণ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। মহিলা ছিনতাইকারীরা একটি সংঘবদ্ধ দল এ ধরনের ছিনতাইয়ের সাথে জড়িত।
ওসি মো. আজিজুল ইসলাম জানান, আটক তিন জন মহিলাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে নিয়মিত মামলায় চাঁদপুরের আদালতে প্রেরণ করা হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।