সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ির পানছড়িতে প্রোগ্রাম এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় দিনব্যাপি "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারন অধিদপ্তর পানছড়ির আয়োজনে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" এ উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোঃ বাছিরুল আলম উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. কফিল উদ্দিন, কৃষি সম্প্রসারন কমর্কর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, ভুমিধ রোয়াজা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ নুরুজ্জামান, সহকারী সমবায় অফিসার আইচ্যুক ত্রিপুরা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, সত্যধন পাড়ার পাটর্নার ফিল্ড স্কুলের সভাপতি মিহির লাল চাকমা, অবনী পাড়ার সম্পাদক দীপ জ্যোতি দেওয়ান, বিভাষ চাকমা আনোয়ার হোসেন, উদৃতি চাকমা, হেম রঞ্জন চাকমা সহ ৫টি ইউনিয়নের মাঠ পর্যায়ের ১৮ টি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের ৭৫ জন নেতৃস্থানীয় কৃষক কৃষানী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।