মেহেদী হাসান, বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক — স্বামী-স্ত্রীর মধুর বন্ধনের এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হলো একসঙ্গে মৃত্যুবরণ এবং দাফনের মাধ্যমে।
উপজেলার ৫নং সলিয়া বাকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধারালিয়া গ্রামের সরদার বাড়ির আবদুল আজিজ সরদার (৭৫) আজ ২৭ এপ্রিল ভোর ৫টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা পর, দুপুর ১টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন তার জীবনসঙ্গিনীও (৭০)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্বামী-স্ত্রীর এমন একই দিনে মৃত্যু এলাকাজুড়ে সৃষ্টি করে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ পুরো গ্রামবাসী তাদের অশ্রুসজল চোখে শেষ বিদায় জানায়।
একই জানাজা নামাজে দম্পতির জানাজা অনুষ্ঠিত হয় উত্তর ধারালিয়া গ্রামের মরহুম জবেদ আলী মুন্সী মসজিদ মাঠে। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের দাম্পত্য জীবনে দুজন ছিলেন একে অপরের পরিপূরক। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে স্ত্রীও পৃথিবী থেকে বিদায় নেন বলে অনেকে মনে করছেন।
এ ঘটনাকে অনেকেই বলছেন — "এ যেন সৃষ্টিকর্তার বিশেষ রহমত ও ভালোবাসার অপূর্ব এক নিদর্শন।"
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।