শাহনূর ওয়াদুদ সাগর (তালুকদার) সুনামগঞ্জ জেলা প্রতিনিধ:
সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক, ও টেক্সী কার ড্রাইভার্স ইউনিয়ন রেজি : নং চট্র ১৯২৬/ ৭ এর দোয়ারাবাজার উপ- পরিষদ ত্রি- বার্ষিক নির্বাচন চলছে।
আজ ৩০ এপ্রিল ২০২৫ রোজ বুধবার সকাল ৯ ঘটিকা হইতে ভোট গ্রহণ চলছে, সর্বমোট ৩৯৮ টি ভোট ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। সভাপতি পদে প্রার্থী দুইজনের মধ্যে মোঃ লায়েক আহমদ চেয়ার মার্কা ও, মোঃ জামাল মিয়া চাকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান মোরগ প্রতীক ও, মিছির আলী হরিণ প্রতীক। মোট ১১ টি পদের মধ্যে ৭ পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৪টি পদে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করতেছেন ।
সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ সাধারণ সম্পাদক পদে দুইজন, এবং কোষাধক্ষ পদে দুইজন, মোট ৮ জনের মধ্যে নির্বাচন চলছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।