মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ১৭০ নং তেতৈয়া মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে করছে লেখাপড়া। এক যুগের অধিক সময় ধরে স্কুল ভবনের পূর্ব পাশে বড় এক অংশ জাইগা জুড়ে বিশাল গর্ত। প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের সন্নিকটে এত বড় গর্ত থাকাই বিদ্যালয়টির শিক্ষার্থীরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় শিকার হতে পারে। এ গর্তটির কারণে বিদ্যালয় প্রাঙ্গনে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলে চরম বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন ধরে এভাবে ঝুঁকি নিয়ে স্কুল কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। গর্তটি ভরাটের জন্য প্রধান শিক্ষক বারবার ঊর্ধ্বতন ওদের জানালেও এর কোন সমাধান হয়নি বলে তিনি দাবি করেন।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাথে তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার প্রায় ১ হাজার কোমলমতি শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীরাও গর্তের কারণে খেলাধুলা করতে পারে না।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত সরকারি এই প্রাথমিক বিদ্যালয়টিতে দুই তলা বিশিষ্ট ১ টি ভবনের ছয়টি কক্ষে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৩৩৬জন শিক্ষার্থী নিয়মিত পাঠ গ্রহণ করছে এবং সেখানে ৬ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।
বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির তানিয়া ইসলাম নামের এক শিক্ষার্থী জানায়,স্কুল প্রাঙ্গণে এত বড় গর্ত থাকায় আমরা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারি না। আমাদের খুব ভয় হয় পড়ে যাওয়ার।
তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমরাও গর্তের কারণে ঠিকমতো খেলতে পারিনা । খেলতে গিয়ে অনেক শিক্ষার্থী গর্তে পড়ে ব্যথা পেয়েছে।
তেতৈয়া মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন বলেন, বিদ্যালয় ভবনের পাশে এত বড় গর্তের কারণে আমার বিদ্যালয়ের ৩৩৬ কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ভাবে চলাফেরা ও খেলা ধুলা করতে হয়। আমরা শিক্ষকরা সারাক্ষণ আতঙ্কিত থাকতে হয় কোমলমতি শিক্ষার্থীরা গর্তে পড়ে ব্যথা পাবে বলে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী অনুযায়ী একটি ভবন জরুরি গর্ত ভরাট করে নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আকতার হোসাইন মজুমদার বলেন, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়,১৭০ নং তেতৈয়া মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্কুল প্রাঙ্গণে সৃষ্ট গর্ত ভরাটের পদক্ষেপ নেওয়া হয়েছে আমি ইউনিয়ন পরিষদ থেকে ৭ টন গম বরাদ্দ দিয়েছে পর্যায়ক্রমে ইউনিয়নের সকল প্রতিষ্ঠানে উন্নয়নের কাজ করা হবে ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।