সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়।
বৃহস্পতিবার ( পহেলা মে) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তারা, মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। শ্রমিকদের মর্যাদা বৃদ্ধি, নায্য অধিকার, শ্রমিকদের দক্ষ প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মুজুরি পরিশোধ করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি।
অন্যান্যদের মাঝে, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, উল্টাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি আহমেদ, ছাত্র প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী, ট্রাক্টর মালিক সমিতির সভাপতি মো. সেলিম, সিএনজি চালক ও মালিক সমিতি’র সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, সম্পাদক আক্তার হোসেন, অটোরিকশা সমিতির সভাপতি মোঃ মহরম আলী, সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ স্থানীয় শ্রমিক ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।