মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)
আজ ১ মে বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে যথাযোগ্য মর্যাদায়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস বাণী বিশেষ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে হবে। দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করার আহবান ও করেন।'
আজ সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে নানা শ্রমিক সংগঠন মহান মে দিবস পালন করেছেন যথাযোগ্য মর্যাদায় । অনেক ক্ষেত্রে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আলোচনা সভায়, উপজেলার প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতাদের বিশেষ বাণী এবং শ্রমের গুরুত্ব নিয়ে বক্তৃতা দিতে দেখা যায়।
শ্রম হোক ৮ ঘন্টা শান্তিতে থাকুক ১৬ ঘন্টা। ফিরে আসুক শ্রমিকদের ন্যায্যতা, প্রাপ্যতা এবং কাংখিত অধিকার।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।