আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
জনগণের ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের পক্ষে যারা ছিল না, তারাই এখন নির্বাচনের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ নির্বাচিত সরকার চাই। যারা নির্বাচন ঠেকাতে চাই তাদের প্রতি মানুষের স্পষ্ট বার্তা। নির্বাচন ছাড়া কোনো অবৈধ সরকারকে মানুষ মেনে নেবে না এবং যারা নির্বাচন ঠেকাতে চাই তাদের জনগণ ক্ষমা করবে না বলেন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে নগরীর কাজীর দেউরী মোড়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় উক্ত শ্রমিক সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সাবেক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, যুগ্ম আহবায়ক আবদুল আজিজ, যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলমসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।