আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার :
বৈধ কাগজপত্র না থাকায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত দুইটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি,) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের ভাই ভাই ব্রিকস ও পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় আবির ইটভাটার বৈধ কোন কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার দুপুরে আদালত পরিচালনা করা হয়।
২০১৩ সালের ইট প্রস্তুত ও বাতাস স্থাপন আইনের ১৫(২) ও ৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে কাশারুপাডা এলাকার ভাই ভাই ব্রিকসকে ২ লাখ, পোগলদীঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার আবির ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানার নির্দেশ প্রদান করেছেন আদালত।
ভাই ভাই ব্রিক্স এর মালিক আলতাফ হোসেন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় আদালত আমাকে দুই লাখ টাকা জরিমানা করেছে আমি দুই লাখ টাকা পরিশোধ করেছি।
পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারি পরিচালক একে এম সামিউল আলম কুরসি বলেন, পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র না থাকায় দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, বৈধ কাগজপত্র না থাকার অপরাধে দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।