মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে রক্ষা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা জানান,
শনিবার ১০মে ২০২৫ ইং দুপুর ১.৩০ মিনিটে দিকে, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে,
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল, ট্রেনটির একটি বা একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে, তবে তেলের কোনো বিস্ফোরণ বা আগুনের ঘটনা ঘটেনি, এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হলেও দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, লাইনচ্যুতির কারণে সিলেট-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে,
স্থানীয়রা জানান, ট্রেনটি লাইনচ্যুত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা আগুন লাগার ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার স্বার্থে ট্যাংকারের আশপাশে জনসাধারণের চলাচলে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করে লাইনটি সচল করার চেষ্টা করছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।