আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছেন উপজেলা কৃষক দল।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাঁশবাড়ী এলাকার রইচ উদ্দিনের ৩২ শতাংশ ও রঘুনাথপুর উত্তরপাড়া এলাকার আবুল কাশেমের ১৬ শতাংশ ক্ষেতের ধান কেটে দেয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ। তিনি বলেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর নির্দেশে আমরা অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছি। তিনি বলেন, ‘সংগ্রাম, অর্জনসহ এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এ দেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। দরিদ্র কৃষকের যেকোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। রউচ উদ্দিনের ৩২ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন কৃষকদলের নেতাকর্মীরা। বিএনপির সহযোগী সংগঠনটির নেতাকর্মীদের এই কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষক রইচ উদ্দিন। কৃষক আবুল কাশেম বলেন, ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে তার ধান কেটে দিয়েছেন, এতে অনেক উপকার হয়েছে। তাই কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল আমিন শেখ, কৃষকদলের খোরশেদ আলম, সোহেল মিয়া, জাহাঙ্গীর হোসেন, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, ময়েন উদ্দিন, আলতাফ আলী ও আব্দুল জলিলসহ আরও অনেকেই এ ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।