
থানায় অভিযোগ। সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে ভূমিহীন ও খ্যাতনামা বংশীবাদক মো. আবু সাইমের বাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামের বাসিন্দা আবু সাইম বহু বছর ধরে বাঁশি বাজিয়ে জেলার সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। জেলা প্রশাসনের নানা অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক আসরে তার বাঁশির সুরে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ।
তার শিল্পীজীবনের অনুপ্রেরণায় ও দুঃখ-দুর্দশা বিবেচনায় ১৯৯৬ সালে জেলা প্রশাসকের নির্দেশে তাকে ৬৬ শতক খাসজমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। সেই জমিতেই তিনি পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
কিন্তু অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মো. দেলবর হোসেন ও তার ছেলে মো. রাবিক ওই জমি দখলের পাঁয়তারা করছেন। বিভিন্ন সময় ভয়ভীতি, হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন বলেও অভিযোগ করেন আবু সাইম।
সম্প্রতি নিরাপত্তা চেয়ে তিনি তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।
বংশীবাদক আবু সাইম বলেন, আমি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। তারা নানা সময়ে আমাকে হয়রানি করছে।
অভিযুক্ত দেলবর হোসেন বলেন, মূলত চলাচলের রাস্তা নিয়ে বিরোধ। তিনি এ নিয়ে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”