মোঃআল-আমিন (স্টাফ রিপোর্টার) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন।
আজ রবিবার সকালে গুলশানে মির্জা ফখরুলের বাসায় যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস বেগম ও পরিবারের অন্যান্য সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ২৪ ডিসেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সালাম পিন্টু। সেদিন তিনি রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
উল্লেখ্য, ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন সালাম পিন্টু। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৮ সালে এ মামলায় তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি হাইকোর্টের রায়ে তিনি খালাস পান।