আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে মেধা মুল্যায়ন-
২০২৪ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট, সনদ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরিষাবাড়ী কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন এর আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরিষাবাড়ী কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের উপাধ্যক্ষ (অব:) মোঃ আব্দুল বারেক, হাবিবুর রহমান হেলালসহ কিন্ডার গার্টেনের সকল পরিচালক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ১৮টি কিন্ডার গার্টেন থেকে ২শ ৬ জন শিক্ষার্থীর মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরিষাবাড়ী কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীনুর ইসলাম শামীম।