1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১০ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজারের বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

 

এস ডব্লিউ সাগর (তালুকদার)


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে ছাতকের নোয়ারাই পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক ও নরসিংপুর থেকে নোয়ারাই ১০ কিলোমিটার সড়কের দীর্ঘমেয়াদি অব্যবস্থাপনা ও চলমান সংস্কার কাজের অনিয়মের তদন্তপূর্বক দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের নিকট লিখিত আবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ) মহিদ হাসান শান্ত।

 

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে ছাতক উপজেলার নোয়ারাই ১২ কিলোমিটার সড়ক এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর থেকে ছাতকের নোয়ারাই ১০ কিলোমিটার সড়কের বেহাল দশা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে।

 

জনগুরুত্বপূর্ণ এই সড়ক দুটি দিয়ে ছাতক ও দোয়ারাবাজার এই দুই উপজেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। শুকনো মৌসুমে খানাখন্দ দিয়ে যানবাহন চলাচল করে। বর্ষায় গর্তে পানি জমে যান চলাচলের বিপর্যয় সৃষ্টি হয়। এতে বিশেষ করে শিক্ষার্থী, গর্ভবতী নারী ও রোগীসহ ব্যবসায়ীক পন্য সামগ্রী পরিবহনে বাঁধা সৃষ্টি হয়।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে ১ কোটি ৫৮ লাখ টাকা ব্যায়ে রাস্তা দুটির সংস্কার কাজের টেন্ডার হয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই গুরুতর অনিয়মে জড়িয়ে পড়ে। পুরাতন কংক্রিট ও রড দিয়ে দায়সারা ভাবে সংস্কারকাজ করা হয়েছে। নিম্নমানের বালু ও সিমেন্ট ব্যবহারের কারনে ক’দিন যেতে না যেতেই ঢালাই উঠে যায়। কাজ চলে ধীরগতিতে এবং কাজের কোন তদরকি নেই।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ) মহিদ হাসান শান্ত বলেন, ‘বাংলাবাজার টু নোয়ারাই এবং নরসিংপুর টু নোয়ারাই চলাচলের অনুপযোগী সড়ক দুটির পূর্ণ সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে এবং পূর্বের সংস্কার কাজের অনিয়ম-দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে নির্মানকাজে গুনগতমান নিশ্চিতসহ নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত ভাবে দাবি জানিয়েছি।’

এলজিইডি’র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, ‘শিক্ষার্থীরা দোয়ারাবাজার উপজেলার বেহাল সড়কগুলোর সংস্কারের দাবি জানিয়েছে লিখিত ভাবে। দোয়ারাবাজারের সড়কগুলো সংস্কারের জন্য আমরা এলজিইডি’র পক্ষ থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট