
মোং ইব্রাহিম হাওলাদার পিরোজপুর জেলা পতিনিধি
চট্টগ্রাম হইতে সিলিং জাহাজ চরগজালিয়া দেকে আসায় সময় কয় একজন জেলেরা জাহাজের দিকে আক্রমণ চালায়। জাহাজের চ্যানেলের ভিতর জেলেরা জাল ছিটিয়ে দেয়ে সব নদী দখল করে নিছে কিন্তু ও জেলেরা ওই জাহাজের গায় এলোপাতাড়ি পাথর ও ইটের কছুা মারতে থাকে এতে এক জন নাবিক বাই অসুস্থ হয়ে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে
বিভিন্ন জায়গা ক্ষয়ক্ষতি দেখা গেছে জাহাজে ব্রিজ রুম অনেক ইটের কছুা পাওয়া গিয়েছে এবং জাহাজের উপর উস্তি ইট ও পাথর ছরিয়ে ছিটিয়ে দেখা গেছে এই ঘটনা হয়েছে : তারিখ ১/১১/ ২০২৫ ইং রোজ শনিবার সকাল (৬) সময় এই ঘটনা ঘটে জাহাজের মাস্টার জান আমাদের জাহাজ নয় তারা বিভিন্ন জাহাজে এলোপাতাড়ি পাথর ইটের কছুা ফটকে মারতে থাকে এদেরকে দেখা যাচ্ছে । নদীতে জাহাজ চলা অনুপযোগী নয় জাহাজের মাস্টার চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় নাবিক বাইকে একটু দরকার নৌ পুলিশ কর্মকর্তাদের নজর থাকুক