
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী হয়ে নবাবপুর মেন সড়কের উন্নয়ন কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। জনদুর্ভোগ লাঘব ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এ সড়কটি মেরামত ও উন্নয়ন করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে সড়কের মাটিভর্তি ও সমতলকরণ কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। পুরো সড়কজুড়ে শ্রমিক ও যন্ত্রপাতির মাধ্যমে প্রতিদিন কাজ চলছে। স্থানীয়দের মতে, সড়কটি দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরা ছিল এবং বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এখন কাজ চলমান থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ কাজটি সম্পাদন করছে সানফ্লাওয়ার কোম্পানি, যার প্রোপাইটর মোঃ আবুল বারাকাত। পুরো কাজটি নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন ও সার্বিক দায়িত্ব পালন করছেন ১০ নং ইউনিয়ন যুবদলের সভাপতি হোসাইন জাকির। তিনি প্রতিদিন কাজের মান যাচাই, শ্রমিকদের কার্যক্রম তদারকি এবং কাজ যেন নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয় সে বিষয়ে নিয়মিত নজরদারি করছেন এবং তিনি আশ্বস্ত করছেন ঐতিহ্যবাহী উজানী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার আগে কাজটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি পুরোপুরি সম্পন্ন হলে উজানী, কচুয়া ও নবাবপুরগামী যানবাহন ও পথচারীদের ভোগান্তি দূর হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্যসহ নিত্যদিনের যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।
এলাকাবাসী আশাবাদী যে পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে এটি হবে একটি টেকসই ও গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক, যা পুরো অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।