1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অক্ষত বাঁধকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে অর্থ লুট, পর্যবেক্ষণ কমিটি গঠন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি


অপ্রয়োজনীয় বাঁধকে প্রয়োজন দেখিয়ে বিভিন্ন সময় কোটি টাকার প্রকল্প ভাগিয়ে আনে উপজেলা পানি উন্নয়ন বোর্ড।

একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নাইন্দার হাওরের বোরো ফসল আগাম বন্যা থেকে রক্ষার্থে ডুবন্ত বাঁধ মেরামতের প্রয়োজন আছে কি না এবং প্রয়োজন থাকলে বাঁধের অ্যালাইনমেন্ট উল্লেখপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলে দুই সদস্যবিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) উপ-পরিচালক আব্দুস সোবহানের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে আছেন বাপাউবোর প্রধান প্রকৌশলীর মনিটরিং দপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম মমিনুল ইসলাম আহ্বায়ক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর, ডিজাইন সার্কেল-৯-এর উপ-বিভাগীয় প্রকৌশলী এমএ ফয়সাল আহসানকে সদস্য সচিব হিসেবে তদন্ত কমিটি গঠন করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শনপূর্বক বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সুবিধাভোগীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করবেন এবং কারিগরি কমিটি ডুবন্ত বাঁধ মেরামতের প্রয়োজন আছে কি না এবং মেরামতের প্রয়োজন থাকলে বাঁধের অ্যালাইনমেন্ট উল্লেখপূর্বক মতামতসহ তিনি কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত ২৩ নভেম্বর স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় নাইন্দার হাওরে অক্ষত বাঁধকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রকল্প ব্যয় দেখানো হয় ২ কোটি টাকা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার পাশে অবস্থিত নাইন্দার হাওরের অধিকাংশ ফসল রক্ষা বাঁধই অক্ষত রয়েছে। কোনো অংশ ভাঙা বা ঝুঁকিপূর্ণ না হলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নতুন করে সার্ভে শুরু করেছে ‘সংস্কারের প্রয়োজন’ দেখিয়ে। স্থানীয়রা বলছেন, গত বছরও অক্ষত বাঁধ সংস্কারের নামে ব্যয় দেখানো হয় প্রায় দুই কোটি টাকা। এবারও একই দৃশ্যপট দেখা যাচ্ছে।

প্রকল্প তদন্ত কমিটি বাঁধ সিলেট সুনামগঞ্জ দোয়ারাবাজার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট