ইয়াসিন আহমেদ শরিফ( স্টাফ রিপোর্টার মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পড়ুন। এই মানবিক ও সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে, নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় শ্রীমঙ্গল শহরের ব্যস্ততম এলাকা চৌমুহনী মোড়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের গোলাপ রজনীগন্ধা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই উদ্যোগের মাধ্যমে হেলমেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তায় নাগরিক অংশগ্রহণ বাড়ানোই ছিল মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশের টিআই মোঃ সোহেল রহমান। তিনি নিজ হাতে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। হেলমেট পড়া উপজেলার আশীদ্রোন ইউনিয়নের একজন মোটরসাইকেল চালক মোঃ আশরাফ মিয়া বলেন, প্রথমে পুলিশ দেখে ভাবলাম হয়তো কোনো কাগজপত্র চেক করবে বা জরিমানা করবে। পরে যখন ফুল আর চকলেট পেলাম, তখন সত্যিই অবাক হয়েছি। এখন বুঝছি এটা সচেতন করার জন্যই আয়োজন। ভয়টা কেটে গেছে, বরং ভালো লেগেছে। নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, বাংলাদেশে প্রতিদিন সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে হু মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন মোটরসাইকেল চালকরা। একটি হেলমেটই পারে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে। চালক বেঁচে থাকলে তার পরিবারও বাঁচে। নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম রহমান মামুন বলেন, হেলমেট ছাড়া , মোটরসাইকেল চালানো ট্রাফিক আইনে গুরুতর অপরাধ। তাই সচেতনতা বাড়াতে আমরা এধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত বলেন, অনুষ্ঠানে যেসব চালকের মাথায় হেলমেট ছিল না, তাদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয় এবং হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন , সাংগঠনিক সম্পাদক আমজাদ খাঁন , প্রচার সম্পাদক দোলা মিয়া, সদস্য আবুল কাশেম, মোঃ আলমগীর প্রমুখ।