
সাইফুল ইসলাম( রায়পুর উপজেলা প্রতিনিধি)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে কৃষি জমি ও নদীর চর থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অদ্য ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ২টা ১০ মিনিটে রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর গাসিয়া এলাকায় নদী তীরবর্তী স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি বেকু মেশিন ও ১১টি ট্রাক্টর জব্দ করে নিজ জিম্মায় রাখা হয়।
এসময় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অপরাধে মহসিন বকাউল (২৫)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য, অবৈধভাবে বেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটার বিষয়টি সর্বপ্রথম HH24 পেজে সম্প্রচার করেন সাংবাদিক মোঃ মাহবুবুল হক। পরে বিষয়টি নজরে আসলে রায়পুর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে।
রায়পুর উপজেলায় অবৈধ মাটি উত্তোলন ও কৃষি জমি ধ্বংসের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।