1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বানারীপাড়ায় ঘরহারা ৩১পরিবারের ২৭টির ফের আশ্রয় আবেদন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি


“আমরা গরিব মানুষ। মাথা গোঁজার একটু ঠাঁই ছিল, সেটুকুও চলে গেছে। এখন আবার ছেলেমেয়েদের নিয়ে কোন ভরসায় বাঁচব?’ কথাগুলো বলছিলেন খেজুরবাড়ি আশ্রয়ণ প্রকল্প থেকে উচ্ছেদ হওয়া এক বৃদ্ধা নারী জাহানারা বেগম (৭০)। এমনই অসহায় ২৭টি পরিবার আবারও একমুঠো নিরাপদ আশ্রয়ের আশায় সরকারি দফতরের দ্বারে দ্বারে ঘুরছে।

সম্প্রতি বরিশালের বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি আশ্রয়ণ প্রকল্প থেকে ২০২৪সালের ৩১ডিসেম্বর বিনা নোটিশে উচ্ছেদ করা হয় ৩১টি পরিবারকে। সরকারি নীতিমালায় স্থায়ীভাবে বসবাস উপযোগী নয় কিংবা অবৈধ দখলের অভিযোগে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাসরত পরিবারগুলোকে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ করা হয়। অথচ যাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের অনেকেই প্রকল্পের শুরু থেকেই সেখানে বসবাস করে আসছিলেন। কারও কারও শিশু জন্মেছে সেখানেই, কেউবা সন্তানদের বিয়েও দিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের ছাপড়া ঘরে। উচ্ছেদের পর থেকে মাথার উপর ছাদ নেই। পলিথিন টানিয়ে খোলা জায়গায়, কখনও অন্যের টিনের ঘরের বারান্দায়, আবার কখনও নিঃস্ব আত্মীয়ের ঘরে আশ্রিত জীবন যাপন করছেন তারা। এমন অবস্থায় এই ৩১পরিবারের ২৭টি পরিবার গত ১৫ই জুলাই একত্রিতভাবে ফের ঘর পাওয়ার আশায় আবেদন জানিয়েছেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ-এর কাছে।

এই ২৭ জনের মধ্যে রয়েছেন, সুমন বেপারী, রাজ্জাক বালী, মামুন হাওলাদার, তাসলিমা বেগম, সালাম বেপারী, সিদ্দিক মোল্লা, ইউসুফ আলী, সফিক বেপারী, হাফিজুল সরদার, আমজাদ হাওলাদার, আল আমিন ফকির, রাসেল হাওলাদার, আনিস মোল্লা, রিয়াজুল ইসলাম, ইয়ামিন ফকির, কাওসার বেপারী, আকাশ বেপারী, ফিরোজ হাওলাদার, ঝুমুর, বাদশা আকন, ইউসুফ আলী ফকির, রিপন, ফাইয়াজুল, ফারুক, জোছনা বেগম, শিল্পী বেগম ও আশিক মোল্লা।

নতুন এসিল্যান্ড আহসান হাফিজ আবেদনগুলো গ্রহণ করে সরেজমিন যাচাইয়ের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, “মানুষ যেন মানবেতর অবস্থায় না থাকে, সে বিষয়টি আমরা অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখছি। নিয়মতান্ত্রিকভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

উল্লেখ্য, খেজুরবাড়ি আশ্রয়ণ প্রকল্পটি বানারীপাড়ার একটি গুরুত্বপূর্ণ পুনর্বাসন প্রকল্প, যেখানে দীর্ঘদিন ধরে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো বসবাস করে আসছিল। কিন্তু নানা জটিলতা, নথিপত্রের ঘাটতির অভিযোগে অনেককেই উচ্ছেদ করা হয়।

স্থানীয়ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে সহানুভূতির পাশাপাশি প্রশাসনের মানবিক হস্তক্ষেপের দাবি উঠেছে। অনেকেই মনে করেন, দীর্ঘদিন ধরে বসবাসকারীদের পুনর্বাসনের বিকল্প নেই। না হলে এসব পরিবার পথে বসবে।

স্থানীয় বাসিন্দা আল মাহদী বলেন, “আমরা অন্য কোথাও অবৈধ দখলকারী নই। আমরা এই আশ্রয়ণ প্রকল্পেই সরকারিভাবে বসবাসের অনুমতি পেয়েছিলাম। ভুল কিংবা ভুল বোঝাবুঝির কারণে আমাদের উচ্ছেদ করা হয়েছে। এখন আমরা আবারও সরকারের কাছে সহানুভূতির আবেদন করছি।” স্থানীয় সচেতনমহল মনে করেন, সরকারি প্রকল্প থেকে উচ্ছেদ করার আগে বিকল্প ব্যবস্থা না থাকা অত্যন্ত অমানবিক। যারা এতদিন এখানে ছিলেন, তাদের ঘর হারিয়ে না খেয়ে মরার কথা নয়। সরকারের উচিত, যাচাই করে হলেও প্রকৃত গৃহহীনদের নতুন করে আশ্রয় নিশ্চিত করা।

এক সময় সরকার যাদের ঘর দিয়েছিল, এখন তাদেরই আবার সেই সরকারের কাছে ফিরে এসে বলতে হচ্ছে ‘আমাদের ঘর ফিরিয়ে দিন, আমরা কোথায় যাব?’ প্রশাসনের সদিচ্ছা আর মানবিকড় দৃষ্টিভঙ্গিই হয়তো একদিন ফিরিয়ে দেবে সেই হারানো ঘর, আর ২৭টি পরিবার আবারও হাঁসিমুখে বলতে পারবে “এবার আমরা সত্যি আশ্রয় পেয়েছি।”

মোঃ মেহেদী হাসান
বানারীপাড়া উপজেলা প্রতিনিধি
তারিখ: ১৭জুলাই ২০২৫ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট