মোঃ সিরাজুল ইসলাম (গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি)
নাটোরের গুরুদাসপুরে মায়ের উপর অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (১৬) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধারাবারিষা গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত খাদিজা ধারাবারিষা গ্রামের আবুল কালামের মেয়ে এবং স্থানীয় ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে খাদিজা মোবাইল ফোনে ব্যস্ত ছিল। সে সময় তার ছোট বোন ফোনটি চাইলে মা সেটি ছোট মেয়েকে দিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে খাদিজা মায়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের অজান্তে ঘরের ভেতর থাকা কীটনাশক পান করে সে।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন ঘটনারজ পুনরাবৃত্তি ঠেকাতে পারিবারিক বন্ধন জোরদার ও শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্বারোপ করেছেন।