মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার, রংপুর
গতকাল ২৬ জুলাই ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে। অভিযুক্ত তরুণের নাম রঞ্জন রায় (২১)। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় সাধারণ জনগণ ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
তবে এমন উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেতগাড়ী ইউনিয়ন আমির মোঃ শাহ আলম দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন—
> “প্রিয় বেতগাড়ী ইউনিয়নবাসী,
বেতগাড়ীর আলদাদপুর, খাপড়িখালসহ পুরো ইউনিয়ন বর্তমানে সেনাবাহিনীর সরাসরি নজরদারীর আওতায়। তাই ইউনিয়নের কোথাও কোনো কর্মসূচি আহ্বান করবেন না। তৃতীয় কোনো পক্ষ এই সুযোগে জানমালের ক্ষতি ঘটাতে পারে— এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা কেউই চাই না।”
তিনি আরও বলেন—
“অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি আমিও চাই। প্রতিবাদ, মানববন্ধন বা কর্মসূচি সবই সাংবিধানিক অধিকার। তবে সেটি হোক জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। বেতগাড়ী যেহেতু স্পর্শকাতর এলাকা, তাই এখানে কোনো কর্মসূচি আহ্বান করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।”
জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সতর্ক অবস্থানে রয়েছে। ধর্মীয় মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে যেমন প্রতিবাদ জরুরি, তেমনি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাও গুরুত্বপূর্ণ—এ বার্তাই দিয়েছেন মোঃ শাহ আলম। উল্লেখ্য, উত্তেজনার সময় এমন শান্তিপূর্ণ ও দায়িত্বশীল অবস্থান গ্রহণ করায় স্থানীয়ভাবে তাঁকে প্রশংসা করছেন ধর্মপ্রাণ সাধারণ মানুষ।