মহসিন কামাল,(ষ্টাফ রিপোর্টার) কুড়িগ্রাম:
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের একটি জরাজীর্ণ গ্রামীণ সড়কে ফিরে এসেছে চলাচলের পরিবেশ। মঙ্গলবার ২৯ জুলাই সকালে স্থানীয়দের আবেদন শুনে এগিয়ে আসে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়েত ইসলামের নেতা কর্মীরা।দলীয় ব্যানার ছাপিয়ে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কফিল উদ্দিনের নেতৃত্বে চলাচলের অনুপযোগী রাস্তাটি সংস্কার করে এলাকার সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলার আমির কফিল উদ্দিন সহ তার সকল নেতাকর্মীরা।
উপজেলার সিঙ্গারডাবরী হাট থেকে কুঁড়ারপাড় পর্যন্ত পাঁকা রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষায় তা যেন রীতিমতো একটি কাদা-পুকুরের রূপ নিত।
সেই রাস্তায় এবার দিনভর স্বেচ্ছাশ্রম দিয়ে মেরামতের কাজ করেন জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা।
মঙ্গলবার সকালের এ উদ্যোগে অংশ নেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন,ঘড়িয়ালঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ খলিলুর রহমান রুকু,নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলাম সহ অনেকে।
একজন বৃদ্ধ স্থানীয় বাসিন্দা বলেন, আমরা অনেকদিন ধরেই কষ্ট করছি। রাস্তা এমন ছিল যে পা ফেলতেই ভয় লাগত। এখন অন্তত হেঁটে যাওয়া যাচ্ছে, এটাই বড় শান্তি।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে দলীয় গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা পৌঁছেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনরা।