 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ মাহবু্ুবুর রহমান সোহেল স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় দায়েরকৃত আলোচিত নাসির পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামী মোঃ মিনহাজ শেখ (২৫)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১ এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি টিম। পরে তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হলে, পুলিশ আইনানুগ প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
গ্রেফতারকৃত মিনহাজ শেখের স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামে। পিতা-মোঃ রমজান আলী ও মাতা-খুকী বেগম। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বসবাস করছিলেন।
উল্লেখ্য, গত ২৬ জুন ২০২৫ তারিখে কোনাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলাটি এফআইআর নং-৭ হিসেবে রেকর্ড করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১১৪/৫০৬/৩৪ ধারা এবং পরবর্তীতে সংযুক্ত ৩০২ ধারা যুক্ত করা হয়। মামলাটি নাসির পালোয়ান হত্যাকাণ্ড সংক্রান্ত।
পুলিশ জানিয়েছে, এজাহারভুক্ত আসামীকে গ্রেফতারের মাধ্যমে মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হয়েছে।