মো : তারিকুল ইসলাম
সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার, ০২ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হোমনা উপজেলা শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার মিলনায়তনে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হয়।
‘ঈমান, আকিদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট, হোমনা উপজেলা শাখার সভাপতি জননেতা আলহাজ্ব কবির হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষমারী দরবার শরীফের পীর হযরত মাও. শাহ্ সূফী মহিউদ্দিন খন্দকার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হযরত মাওঃ মুফতি আব্দুস সাত্তার ভূঁইয়া আল কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কুমিল্লা জেলা শাখার
মোঃ মাইনুদ্দিন মাইজভান্ডারী
বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সুন্নি ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছেন:
মো: শফিক রানা (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, হোমনা উপজেলা শাখা)।
হযরত মাও. নাছির উদ্দিন পীর সাহেব (চারকুরিয়া দরবার শরীফ, হোমনা)।
হযরত মাও, ইঞ্জি: বাহাউদ্দিন (অর্থ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, হোমনা উপজেলা শাখা)।
হযরত মাও. মো: ছফিউল্লাহ (সভাপতি, বাংলাদেশ ইসলামী যুবসেনা, হোমনা উপজেলা শাখা)।
যুবনেতা মাওঃ নেছার উদ্দিন আত তাহেরী (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী যুবসেনা, হোমনা উপজেলা শাখা)।
হাফেজ ক্বারী মো: নিজাম উদ্দিন আল কাদেরী।
অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোহাম্মাদ ইয়াছিন আরাফাত এবং মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় সংগঠনের হোমনা উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ইউনূস হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তারা সুন্নি মতাদর্শের গুরুত্ব তুলে ধরেন এবং একটি আদর্শ সমাজ গঠনে ছাত্র সমাজের ভূমিকার ওপর জোর দেন। সভা থেকে নতুন নেতৃত্ব নির্বাচনেরও ঘোষণা দেওয়া হয়, যেখানে জনাব ছাত্রনেতা মো: জয়নাল আবেদীন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।