পুলক সরকার, (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
১১ সেপ্টেম্বর/২৫ তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র মেধা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে প্রতিজন মাত্র ১২০ টাকা খরচে জয়পুরহাটে ১৩ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। জয়পুরহাট পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ ১৩ জন প্রার্থীর ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
জেলা পুলিশ বিভাগের তথ্যমতে, আগস্ট মাসের ১৩-১৫ তারিখ জয়পুরহাটে পুলিশের কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। ওই পদে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১ হাজার ২৯৪ জন প্রার্থী চাকুরির জন্য আবেদন করেন। এরপর গত মাসের ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন মোট ১৭৮ জন। তাদের মধ্যে ২৫ জন উত্তীর্ণ হওয়ার পর বুধবার (১০ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা (ভাইভা) অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জেলা পুলিশ প্রশাসন। ফলাফলে প্রথম স্থান অধিকার করেন জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার গোলাম মোক্তাদির নাহিন।
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের গোলাম মোক্তাদির নাহিন বলেন, আমার বাবা মারা গেছে। আমার কোনো সুপারিশ ছিল না। ভেবেছিলাম চাকরিটা হবে না। কিন্তু চূড়ান্ত তালিকায় সবার ওপরে আমার নাম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বর্তমান পুলিশ প্রশাসন ও নিয়োগ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এক অনন্য নজির স্থাপন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারব।
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্যদের মূল্যায়ন করা হয়েছে। যোগ্যরা তিন ধাপের পরীক্ষায় কৃতিত্বের সাক্ষর রেখেছেন। আমরা যোগ্যদের প্রাপ্যতা নিশ্চিত করার কাজ করেছি।
তিনি বলেন, অনেকের মাঝে ধারণা আছে পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের জোর লাগে। কিন্তু আমরা সেই ধারণা পাল্টে দিতে চাই। জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়সংগত উপায়ে নতুন করে দেশ গড়তে হবে। এই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।