সাইফুজ্জামান স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরোহীর আরো দুই বন্ধু ।
বুধবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এক্সপ্রেসওয়ের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খার ছেলে বিল্লাল খাঁ (৩২)। তিনি একজন ইলেকট্রিক ব্যবসায়ী।
আহতরা হলেন হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৩), এদের বাড়ি একই গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে অপর দিক থেকে ওই ব্যবসায়ী তার দুই বন্ধুকে নিয়ে তার মোটরসাইকেল ডিসকভারি (এক’শ সিসি) ভাংগা বাজারের দিকে যাচ্ছিলেন, এ সময় বাস তাদেরকে চাপা দিলে ওই ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন, এ সময় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ব্যবসায়ীকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।(ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন )
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হন ও আরোহী দুইজন গুরুতর আহত হন, আমরা ঘাতক বাসকে আটক করেছি, ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে, মামলার প্রক্রিয়াধীন,
এদিকে ভাঙ্গার এক্সপ্রেসওয়ে এক চা বিক্রেতা , দুর্ঘটনার একমাত্র কারণ দায় হচ্ছে ভাঙ্গা স্ট্যান্ডে এসেও গাড়ি গুলো বেপরোয়া গতিতে চলে যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরে যায় অনেক প্রাণ, পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করে না।