1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কাশিপুর-হোমনা সড়কের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, সংস্কারের পরেও কাটেনি ভোগান্তি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মো : তারিকুল ইসলাম ( কুমিল্লা জেলা প্রতিনিধি )


কাশিপুর, হোমনা, (কুমিল্লা): কাশিপুর থেকে হোমনা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। এতে করে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের।

সরেজমিনে দেখা যায়, সড়কটির এমন কোনো অংশ নেই যেখানে ভাঙাচোরা নেই। স্থানে স্থানে ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে, যা সড়কের দুরবস্থাকে আরও বাড়িয়ে তুলেছে। জলমগ্নতার কারণে অনেক সময় গর্তের গভীরতা বোঝা যায় না, যার ফলে যানবাহন উল্টে যাওয়ার ঘটনাও ঘটে। বিশেষ করে রিকশা, সিএনজি, অটোরিকশার মতো ছোট যানবাহনগুলো প্রায়শই বিকল হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল হামিদ জানান, “এই রাস্তা দিয়ে যাতায়াত করা এখন জীবনের ঝুঁকি নেওয়ার সামিল। গর্ত আর জল পেরিয়ে আমাদের নিত্যদিনের কাজ সারতে হয়। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।”

জানা গেছে, স্থানীয় কাশিপুর তরুণ প্রজন্ম সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই সড়কটি সংস্কারের জন্য একাধিকবার উদ্যোগ নিয়েছেন। কিন্তু সেই সংস্কার কাজ টেকসই না হওয়ায় অল্প সময়ের মধ্যেই সড়কটি আবার আগের অবস্থায় ফিরে যায়। সংস্কারের পর পরই ভারী বৃষ্টিপাত বা যানবাহনের অতিরিক্ত চাপেই সেই কাজ নষ্ট হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “সড়কটির সংস্কারের জন্য আমরা বারবার চেষ্টা করছি। কিন্তু স্থায়ীভাবে সমাধান না হওয়ায় দুর্ভোগ কাটছে না। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং দ্রুত একটি স্থায়ী সমাধানের আশা করছি।”

স্থানীয়রা মনে করছেন, শুধু সাময়িক সংস্কার নয়, সড়কটির স্থায়ী সমাধানের জন্য একটি টেকসই ও আধুনিক নির্মাণ পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। একই সাথে, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নও জরুরি যাতে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশন হতে পারে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার
স্থায়ী সমাধানে এগিয়ে আসবেন এবং কাশিপুর-হোমনা সড়কের বেহাল দশা থেকে মুক্তি দেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট