 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( প্রতিনিধি) :
হাটহাজারীতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে করনীয় নির্ধারন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ অগাস্ট) বেলা এগারটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারীর ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আবেগী শাসন নয়,আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সর্বমহলের সহযোগীতা প্রয়োজন। সমাজে নীতি ও আদর্শের প্রতিফলন ঘটানোর জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এজন্য ব্যক্তি বিশেষের স্বার্থের উর্ধে উঠে সামগ্রিক স্বার্থের কথাটি সর্বাগ্রে বিবেচনা করতে হবে। নিজ দায়িত্ব পালন করতে গিয়ে কারো প্রতি যাতে অবিচার না হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে। অন্যায়কারী ও অপরাধীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে।”
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)মো.শাহেদ আরমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তাপস কুমার মজুমদার,মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, ট্রাপিক ইন্সপেক্টর মো.সামশুদ্দীন,উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি মোহাম্মদ ফারহান।
সভায় যানযট নিরসনে করনীয় বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাব এর পক্ষে কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, ব্যবসায়ী সমিতির পক্ষে এম এ শুক্কুর প্রকাশ শুক্কুর মেম্বার, সাংবাদিক জিয়া চৌধুরী, বোরহান উদ্দিন, বাস মালিক সমিতির পক্ষে মোহাম্মদ শাহাজাহান, ট্রাক শ্রমিক সমিতির মোহাম্মদ ইলিয়াস, জনপ্রতিনিধিদের পক্ষে মোহাম্মদ শাহাজাহান বাদশা, টেম্পু সমিতির পক্ষে মোহাম্মদ ইলিয়াস,বাজার ইজারাদারদের পক্ষে মোহাম্মদ নূরুচ্ছাপা বাচা, গিয়াস উদ্দিন, জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমান, কামাল পাড়া যুব সংঘের সভাপতি মো.ওসমান, নুর নবী, কার মাইক্রো সমিতির মো. ইয়াসিন প্রমূখ। অনুষ্ঠানে যানজট নিরসনে করনীয় বিষয়ে উপস্থিত সকলে লিখিত প্রস্তাবনা উপস্থাপন করা হয়।