মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল)
মঙ্গলবার(১৯ আগস্ট২০২৫)ইং দিবাগত রাতে টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন চাপড়ী মলকা গ্রামে মোহাম্মদ আজমত আলী দোকানে আনুমানিক রাত ১টার পর দোকানে আগুন ও বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সকলেই তাড়াহুড়া করে আগুন নিভাতে দোকানে আসলে। এবং তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এমন ঘটনা আতঙ্কে এলাকাবাসী।
এ বিষয়ে দোকান মালিক আজমত উল্লাহ জানান, আমি প্রতিদিনের ন্যায়, রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত দোকান করে বাড়িতে যাই। খাওয়া-দাওয়া শেষ করে যখন ঘুমের চলে যাওয়া কিছুক্ষণ পরেই আমার মোবাইলে কল আসে, দোকানে আগুন লাগছে। এমন সংবাদ পেয়ে, দৌড়ে এসে দোকানে আগুন দেখতে পাই। সকলে মিলে আগুন নিভাতে ব্যস্ত থাকি। কিছুক্ষণ পরেই পাশের বাড়ি থেকে ফোন আসে। বাড়িতে কে বা কারা যেন শব্দের সন্ধি করতেছে এবং ভাঙচুর করতেছে। তাৎক্ষণিক সকলে মিলে বাড়িতে চলে যাই এবং দেখতে পাই, আমার বাড়ির দরজা ভাঙ্গা ঘরের মধ্যে সকল আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। এবং শোকেসের লকার ভেঙ্গে ডাকাত দল, সাড়ে চার ভরি স্বর্ণ এবং নগদ ২,৫ লক্ষ টাকা ও সিগারেট নিয়ে যায়।এমন ডাকাতির ঘটনার তার পরিবার ও প্রতিবেশী ভয়ে আতঙ্কে রয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।