1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজারে বিজিবি কর্তৃক মামলার অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

এস ডব্লিউ সাগর (তালুকদার)দোয়ারাবাজার (সুনামগঞ্জ):


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ এনে প্রতিবাদ, বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রবিবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন,
গত বুধবার (২১ আগষ্ট) সকাল ৯ টায় চিলাইপাড় গ্রামের হাবিবুর রহমানের পুত্র শফিক মিয়া (৭০) পুরান বাঁশতলা ব্রিজের দক্ষিনের জমিতে হালচাষে ব্যবহৃত ট্রাক্টরের চালক ও শ্রমিকদের জন্য মোটরসাইকেল যোগে নাস্তা নিয়ে জমিতে আসেন। এমন সময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮) বিজিবি’র বাঁশতলা বিওপি ক্যাম্পের সদস্যরা এসে শফিক মিয়াকে ধমক দিয়ে বলেন, যে তুমার কাছে থাকা মোটরসাইকেল ভারতীয়। তখন শফিক মিয়া বিষয়টি অস্বীকার করে জানায়, সিলেটের একটা শোরম থেকে গাড়িটি তার আত্নীয়ের কেনা। এটা ভারতীয় নয়। তখন বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি ভারতীয় দাবি করে বলেন, গাড়ির উপযুক্ত কাগজাদিসহ স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে বিওপি ক্যাম্পে যোগাযোগ করার জন্য। পরবর্তীতে মোটরসাইকেলের কাগজাদি এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্বাস উদ্দিনকে নিয়ে বিজিবি ক্যাম্পে গেলে বিওপি সদস্যরা গাড়ি না দিয়ে বলেন, এই গাড়ি দিয়ে সীমান্ত এলাকায় চোরাই পণ্য পাচারের কাজ করা হয়, মামলা দায়ের করা হবে।

পরবর্তীতে বিওপি সদস্যরা কোন প্রকার প্রমানাদি না থাকার পরেও চক্রান্ত করে ভারতীয় ৫ বোতল মদ দিয়ে শুক্রবার (২২ আগষ্ট) দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

এলাকাবাসী আরও বলেন,বিজিবি কোন কুচক্রী মানুষের মদদে মোটরসাইকেলটি জোরপূর্বক জব্দ করে ৩ জনকে অঙ্গাতনামা রেখে মামলা দায়ের করেন,যা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। বিক্ষুব্ধ এলাকাবাসী বিজিবি কর্তৃক এসব মামলা হতে মুক্তি চায় এবং পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে বিজিবি কর্তৃক হয়রানির নিরসনের দাবি জানান।

এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, আল আমিন, শফিকুল ইসলাম, ফুলেনা আক্তার।
উপস্থিত ছিলেন, মোস্তফা গাজী,রমজান আলী, শামিম মিয়া,শাহিন হোসেন প্রমুখ। এসময় এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এবিষয়ে বাঁশতলা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মংনু মারমা বলেন,মোটরসাইকেলটি সকাল বেলা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিজিবি আসার সংবাদ পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চালকরা। মোটরসাইকেলে ৫ বোতল মদ ছিলো। এলাকার মুরুব্বিরা যাওয়ার পর বলা হয়েছে সঠিক মালিক ও কাগজাদি দেখানোর জন্য। উনারা কিছুই দেখাননি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট