
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:
আজ বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় মানবাধিকার কর্মীদের অংশগ্রহণ।
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মানবাধিকার—শান্তির পথ” প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে পুরো শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।
সকাল ৯টা ৩০ মিনিটে চৌমুহনী থেকে র্যালিটি শুরু হয়ে রেলস্টেশন, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোড প্রদক্ষিণ শেষে আবার চৌমুহনীতে এসে শেষ হয়। র্যালিতে মানবাধিকার কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে চৌমুহনী চত্বরে আয়োজন করা হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আমজাদ হোসেন বাচ্চু, সভাপতি, মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল। সঞ্চালনায় ছিলেন সাইদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক। স্বাগত বক্তব্য দেন মোঃ নাছির আহমেদ, সাংগঠনিক সম্পাদক।
সভায় বক্তব্য রাখেন—
ফকরুল আহম্মেদ, সহসভাপতি, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল
ফারুক খান, সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল
মুহিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল
শাহ্ মসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক, ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) শ্রীমঙ্গল
অনুষ্ঠানে সহযোগিতা করেন শ্রীমঙ্গলের চার মানবাধিকার সংগঠন—
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন,
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন,
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং
ইডাফ মানবাধিকার সংস্থা।
মানবাধিকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ শক্তিশালী করাই আজকের কর্মসূচির মূল লক্ষ্য।