1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আগুনে সব হারানো ৪ পরিবারের পাশে মানবিক হাত — মক্তব ফাউন্ডেশনের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সানাউর রহমান স্টাফ রিপোর্টার:


নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী কাড়িয়াপাড়া গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড মুহূর্তেই ৪ পরিবারের ঘরবাড়ি ভস্মীভূত করে দেয়। রাতের আঁধারে লেলিহান শিখায় তাদের চোখের সামনে পুড়ে যায় সর্বস্ব মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন পরিবারগুলো।

কিন্তু এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে সাপাহার উপজেলা মক্তব ফাউন্ডেশন প্রজেক্ট। আগুন নেভানোর পরদিনই উপজেলা ফাউন্ডেশনের পরিচালক নাসিম আরাফাত আব্বাসীর উদ্যোগে সহায়তা টিমের দ্বারা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় সকল সামগ্রী। তাদের সহায়তার তালিকায় ছিল হাড়ি-পাতিল (বড় ও ছোট),কড়াই ,গামলা, ২-৩ প্রকার চামচ, থালা, মগ, প্লাস্টিক সামগ্রী, পোশাক, ৩বান টিন, মোবাইল ফোন সহ সকল ধরনের প্রয়োজনে সামগ্রী। মক্তব ফাউন্ডেশনের পরিচালক নাসিম আরাফাত আব্বাসী জানান, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়াক।”

স্থানীয়রা জানান, হঠাৎ অগ্নিকাণ্ডে পরিবারগুলো যখন দিশেহারা, তখন মক্তব ফাউন্ডেশনের এমন উদ্যোগ ক্ষতিগ্রস্তদের নতুন করে বাঁচার আশা জুগিয়েছে। তাদের এই সহায়তা শুধু সামগ্রী নয়, মানসিক শক্তি ও জোগাচ্ছে দুর্গত পরিবারগুলোর।
ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য আবেগঘন কণ্ঠে বলেন, “আমাদের তো সব শেষ হয়ে গিয়েছিল। মক্তব ফাউন্ডেশন পাশে না দাঁড়ালে আজ আমরা দিশাহারা হয়ে যেতাম।”

মানবিক সহযোগিতার এমন দৃষ্টান্ত অন্য সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে এমনটাই আশা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট