মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার , রংপুর
রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর ব্রিজ থেকে নদীতে লাফ দেওয়ার প্রায় দুই দিন পর নীরব রায় উৎসের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কালমাটি গোবর্ধন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মহিপুরে আনা হয়। পরে স্বজনরা লাশ নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে তিন বন্ধু গোসল ও সাঁতার কাটার জন্য মহিপুর ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। তাদের মধ্যে দুইজন কোনোভাবে ভেসে তীরে ফিরে আসতে সক্ষম হলেও নীরব নদীতে ডুবে মারা যান। খবর পেয়ে গংগাচড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
টানা দুই দিন খোঁজাখুঁজির পর সোমবার সকালে ব্রিজ থেকে প্রায় সাত–আট কিলোমিটার দূরে কালমাটি গোবর্ধন এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করে থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।