1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কাজিপুরে কৃষক হত্যায় প্রভাবশালীদের হুমকিতে আতঙ্কে পরিবার‎

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের কাজিপুরে ধানক্ষেতের ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি পশ্চিম খুকশিয়ায় বসবাস করতেন।

মঙ্গলবার (২৬আগস্ট) সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত (৮ আগস্ট) শুক্রবার সকালে সবুর মিয়া জমিতে কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরের দিন শনিবার সন্ধ্যায় বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশে নির্জন এলাকার একটি ধানক্ষেতের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রীর বড় ভাই মজনু মিয়া জানান, ভাইদের সঙ্গে সবুর মিয়ার সম্পর্ক ভালো ছিল না। সে কারণে তিনি স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন এবং সেখান থেকে জমিজমা আবাদ করতে আসতেন।

নিহতের স্ত্রী বলেন, শুক্রবার সকালে জমিতে আবাদ করতে গিয়েছিলেন। সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ভেবেছিলাম পাশের আত্মীয়ের বাড়িতে গেছেন। কিন্তু শনিবার সন্ধ্যায় তার মরদেহ পাওয়া গেল।”

কাজিপুর থানার ওসি নূরে আলম বলেন, মরদেহের শরীরে ফোসকা এবং মুখমণ্ডলে ফুলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে আঘাতের আলামত মেলেনি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

তবে নিহতের পরিবার দাবি করছে, এটি স্পষ্ট হত্যাকাণ্ড হলেও ময়নাতদন্ত প্রতিবেদনের অজুহাতে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তারা অভিযোগ করেন, প্রকাশ্যে আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং পরিবপরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের আশঙ্কা আসামিপক্ষ প্রভাব খাটিয়ে ঘটনাটিকে ‘স্বাভাবিক’ মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

‎এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট