মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি
মোবাইল ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (৩১ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, ‘সকাল ১০টা ৭ মিনিটে টেলিফোনে নুরের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন রাষ্ট্রপতি। তিনি নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন। নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।’
হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন বলে জানান হানিফ।
এদিকে, আজ নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ৷ এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তিনি৷
এর আগে গত শনিবার মোবাইলে ফোন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ অধিকার পরিষদ সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে