পুলক সরকার, জয়পুরহাট (জেলা প্রতিনিধি)
৩১ আগষ্ট/২৫ ৩০ টি জেলার প্রায় এক হাজার প্রতিযোগির অংশগ্রহণে হয়ে গেল নবম সিতোরিউ কারাতে ওপেন চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা। ঢাকার মিরপুর ষ্টেডিয়ামে বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়নে ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলার ৯ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে অসামান্য নৈপূন্যে ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক লাভ করে। রবিবার সকালে এ কারাতে প্রতিযোগিতার জয়পুরহাট জেলার কোচ ব্লাক বেল্ট অধিকারী আমানুল্লাহ আমান সাংবাদিকদের এ তথ্য জানান।
পদকপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট গালস্ স্কুলের দিবা শাখার অষ্টম শ্রেণি ছাত্রী নাফিজা ইসলাম, জামান মডেল প্রি-ক্যাডেট স্কুলের ফাইজ আববার ইহাম উভয়েই একটি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ, আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজের মোছাঃ রায়হানা সিদ্দিকা একটি স্বর্ণ ও ব্রোঞ্জ, আল ফালাহ্ মডেল মাদ্রাসার ইব্রাহিম ফয়সাল বিশ্বাস, নার্সারি প্রাথমিক বিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা সিন ও খলিফা মোঃ সামি, জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফরা, হামজা, সিনহা একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ সহ মোট ৮টি এবং জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা আশফি ও রামদেও বাজলা সরকারি বিদ্যালয়ের মোবাশ্বির আলম ২টি করে চারটি ব্রোঞ্জ পদক লাভ করে।