ইমরান বিন সুলতান( বিশেষ প্রতিনিধি)
বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীতের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ই সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইলে আজ সকালে উপজেলা শহরের চন্ডীপাশা প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম কাসেমী।
বক্তব্যে তিনি বলেন—
“ধর্মীয় শিক্ষা জাতির আত্মিক জাগরণের মূলভিত্তি। ছোট্ট শিশুমনের বিকাশে কুরআন-হাদিসের শিক্ষা অপরিহার্য। অথচ আজ ইচ্ছাকৃতভাবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের স্থলে সংগীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা এদেশের ইসলামপ্রাণ জনতার বিশ্বাস ও সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই— এ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জাতীয় শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে দুর্বল করার এই ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
সমাবেশে অন্যান্য বক্তারাও একই ধরনের প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলামপ্রিয় জনগণকে বিভ্রান্ত করার যে কোনো প্রয়াস রুখে দেওয়া হবে।
শেষে দেশব্যাপী ধর্মীয় শিক্ষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।