মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজির অভিযোগে পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিল মোঃ সাইফুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোর ৩ টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উপজেলার বক্তারপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনী
গ্রেফতারকৃত ওই ব্যক্তি হলেন বক্তারপুর পাঁচ লক্ষি এলাকার মৃত হাজ্বী শফিউদ্দিনের ছেলে।
তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও পৌর বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপি সদস্য।পরে শুক্রবার সকালে তাকে চাঁদাবাজি মামলায় গাজীপুর জেল হাজতে প্রেরণ করে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি মেঃ সাইফুল ইসলামের লতিফপুরের বাসায় বুধবার রাতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে বৃহস্পতিবার ভোর রাতে তাকে কালিয়াকৈর থানা হাজতে রাখা হয়। পরে শুক্রবার সকালে ওই চাঁদাবাজির মামলায় তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে।যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আটক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম চাকরিরত এক সেনা সদস্যের পরিবারের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে সেই সেনা সদস্যের পরিবার ৫০ হাজার টাকা দিলেও বাকি ৯ লাখ ৫০ হাজার টাকার জন্যে ভুক্তভোগী ওই সেনা সদস্যদের পরিবারকে নানা ভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি দেখিয়ে আসছিলেন।
এমন কি মোঃ সাইফুল ইসলাম সেনা সদস্যদের নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও বকাবাদ্য করতেন। পরে ওই ভুক্তভোগী পরিবার সেনাক্যাম্পে অভিযোগ করলে যার পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করে। নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, কালিয়াকৈর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলামকে যৌথ বাহিনী চাঁদাবাজির অভিযোগে আটক করে থানা হেফাজতে দিয়েছে।
এ বিষয়ে মামলা রুজু করে শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।