
স্বপ্ন আচার্য়্য দূর্জয়(বাঁশখালী উপজেলা, প্রতিনিধি)
অদ্য ১১.১১.২০২৫ ইং রোজ মঙ্গলবার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগারীস্থ নূর জাহান কনভেনশন হলে চাকরিচ্যুত ব্যাংকারদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম (১৬) বাশঁখালী আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার লোকমান আহমদ(চেয়ারম্যান), সাবেক সাধারন সম্পাদক আমিনুর রহমান চৌধুরী (চেয়ারম্যান), বাঁশখালী উপজেলার যুবদলের আহ্বায়ক আবু আহমদ ও প্রমুখ।
অদ্য অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন,,’রাজনৈতিক কারণে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পাশে বিএনপি নেতাকর্মীরা পাশে থাকবে।আগামী নিবাচনের যদি বিএনপিকে নবনির্বাচিত করলে চাকরিচ্যুত চাকরিজীবিদের পাশে পূর্বাসনের জন্য উদ্দেশ্য নেওয়া হবে ”ইনশাআল্লাহ ”।
আবার উক্ত সভায় চাকরিচ্যুত ব্যাংকারদের পক্ষে বক্তব্য রাখেন, এস.এম এমদাদ হোসেন,হুমায়ন রশীদ, এম মনছুর আলী,বেল্লাল উদ্দীন সিকদার প্রমুখ।
সভার বক্তব্যরা গণমাধ্যমকে জানান যে, ইসলামী ব্যাংক থেকে রাজনৈতিক দলের কথা বিবেচনা করে চাকরিচ্যুত করার কমকর্তারা দীর্ঘদিন ধরে অনেক কষ্টে জীবন যাপন করছে।