
কৃষকের সন্তান উলিপুর প্রতিনিধি:
ছোট এক গ্রামের দরিদ্র কৃষিজীবী পরিবারের সন্তান জাহেরুল দারিদ্র্য, সীমাবদ্ধতা ও জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে আজ স্বপ্নের পথে এগিয়ে চলেছে। বর্তমানে সে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত।
পারিবারিক আর্থিক সংকটের কারণে এসএসসি পরীক্ষার সময় নিয়মিত পড়াশোনার সুযোগ পায়নি জাহেরুল। পড়াশোনার আগ্রহ থাকলেও প্রয়োজনীয় সহযোগিতা ও সামর্থ্যের অভাবে সে সময় প্রত্যাশিত ফল অর্জন করা সম্ভব হয়নি।
তবে প্রতিকূলতা তার অদম্য মনোবলকে দমাতে পারেনি।
পরিবারের কৃষিকাজে যুক্ত থেকেও অদম্য প্রচেষ্টা ও আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা চালিয়ে যায় সে। এর ফল হিসেবে এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত সাফল্য অর্জন করে এবং পরবর্তীতে তার স্বপ্নের বিষয় আইন নিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পায়।
জাহেরুলের এই পথচলা প্রমাণ করে—সংগ্রামই মানুষের সবচেয়ে বড় শক্তি, আর স্বপ্ন পূরণের দৃঢ় সংকল্প থাকলে দারিদ্র্য কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না।
এমন সংগ্রামী ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উলিপুর উপজেলা প্রশাসন নিয়মিত উৎসাহ ও সহযোগিতা প্রদান করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।