
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য, অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলার মূখ্য সমন্বয়কসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে এই হামলা হয়।
জানা যায়, মানববন্ধনে স্থানীয় কিছু লোকের তোপের মুখে পড়েন এনসিপির মুখ্য সমন্বয়ক ও মনোনীত সংসদ সদস্য মোজাম্মেল হকসহ মানববন্ধনকারীরা। এক পর্যায়ে মানববন্ধনকারীদের ওপর হামলা করেন তারা।
এ সময়, উপজেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ্সহ আরও দুইজন আহত হয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, এই ঘটনায় রফিকুল ইসলাম রবি নামের একজনকে আটক করা হয়েছে।