
পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
০১ ডিসেম্বর/২৫ইং
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে সভাপতি পদে সনজিদ সাহা সাজু এবং সাধারণ সম্পাদক পদে নয়ন চন্দ্র মহন্ত নির্বাচিত হয়েছেন। রোববার সন্ধ্যায় জেলা শহরের সোনারপট্টি সড়কের মণ্ডল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান শফিকুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি রাশেদ খান মিলন ও সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আসলাম হোসেন (তপু) ও মোহিত কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম এবং নির্বাহী সদস্য আতিয়ার হোসেন, এমদাদুল হক মিলন, গৌতম চন্দ্র মহন্ত, চঞ্চল স্বর্ণকার, তপু কুমার পাল, প্রণয় কুমার, মাসুদ রানা ও রাম দয়াল কর্মকার।
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল আলম এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এম এ ওহাব ও দেলোয়ার হোসেন।