
মোঃ আব্দুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি।
নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত “জনতার দল” -এর সাফল্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে দলের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব সাপ্টিবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে কার্যালয় চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন জনতার দল আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক, সাপ্টিবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নুর আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক সেলিম মির্জাসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনতার দল দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের নতুন কণ্ঠস্বর হয়ে উঠবে। গণমানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ দলই হবে তাদের ভরসাস্থল।
অনুষ্ঠানে দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে নতুন দলের অগ্রযাত্রা ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।