1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মো: বেলাল হোসেন, দিনাজপুর


॥ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, দুপ্রক ও সচেতন নাগরিক কমিটি (সনাক), দিনাজপুর এর উদ্যোগে ৯ ডিসেম্বর ২০২৫ সকাল ৯.০০টায় দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই এই প্রতিপাদ্যকে নিয়ে দুর্নীতিবিরোধী একটি র‌্যালি শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক অফিস সস্মুখে মানববন্ধনে মিলিত হয় ।

যৌথ মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের তরুণ শিক্ষার্থী, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার উপস্থিতিতে দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ আতাউর রহমান সরকার,উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর এর সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব খায়রুল বাশার, সহকারী-পরিচালক দুর্নীতি দমন কমিশন, দিনাজপুর।
জাতিসংঘের এবারের প্রতিপাদ্য ‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’’ প্রতিপাদ্যকে নিয়ে যৌথভাবেই দিবসটি উদযাপিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক দিনাজপুর জনাব মোঃ রফিকুল ইসলাম জানান দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। নিজ পরিবার হতে দুর্নীতিবন্ধে উদ্যোগী হতে হবে। নিজের সন্ত¡ানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে পরবর্তীতে দুর্নীতি কমে আসবে। তিনি আরও জানান আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আইন মেনে চলি এবং দোষ অন্যের উপর চাপিয়ে না দিয়ে নিজ দায়িত্বে দেশের জন্য ও জনগনের জন্য কাজ করি। দুর্নীতির বিরুদ্ধে দুদক দেশে সক্রিয় পাশাপাশি বেসরকারি সংস্থা হিসেবে টিআইবিও সামাজিক আন্দোলন পরিচালনা করছে। পারিবারিকভাবে নিজ সন্ত¡ানদের নৈতিকতাবোধ সম্পন্ন করে গড়ে তুলতে পারলে অনেকখানি সফল হওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি জনাব ডা. মোঃ আসিফ ফেরদৌস বলেন, আমাদের সকলের মানুষিকতার পরিবর্তন প্রয়োজন। যার যেটি অধিকার তাঁকে সেটি দিয়ে দেয়া এবং নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারা আজকের আলোচনার একটি বড় অর্জন। আলোচনায় উপস্থিত সকলেই প্রতীজ্ঞাবদ্ধ হই যে আমি দুর্নীতি করবো না এবং দুর্নীতির আশ্রয়ও নিব না, তাহলেই আজকের দিবস পালন সফল হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার দিনাজপুর জানান আমরা সকলেই সুন্দর কথা বলি কিন্তু কাজের সময় ভিন্ন কাজ করি এবং অন্যের উপর দোস চাপিয়ে দেয়ার চেষ্টা করি। নিজের দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করি। সততার সাথে এগিয়ে যাই। সঠিক মূল্যবোধকে জাগ্রত করতে পারলে দুর্নীতি কমে আসতে বাধ্য। এবিষয়ে সকলকেই দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সনাক সাবেক সভাপতি জনাব অধ্যাপক আব্দুল জলিল আহম্মেদ স্থানীয় পর্যায়ে সনাক-টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্যক্রমের বিস্তারিত বর্ণনা প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আসুন আমার নিজ পরিবার হতে দুর্নীতি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করি। টিআইবি’র দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে অন্যান্য বছরের ন্যায় সরকারের নিকট কিছু সুপারিশ তুলে ধরেছে সেগুলি পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে দুর্নীতি কমে আসবে বলে তিনি আশাবাদী।
আলোচনায় উপস্থিত বক্তারা জানান দুর্নীতিবিরোধী আন্দেলনকে স্থায়ী রূপ দিয়ে দুর্নীতিকে একটি সহনশীল অবস্থায় নিয়ে নতুন বাংলাদেশ বির্নিমানে বর্তমান সরকারকে সহযোগীতা করি। কোন প্রতিষ্ঠানে সেবা নিতে যেন হয়রানী ও অনিয়মের স্বীকার হতে না হয় সেই দিকে সকল কর্মকর্তাবৃন্দ সজাগ দৃষ্টি রাখবেন বলে সকলের প্রত্যাশা। নিজ দায়িত্ব সঠিকভাবে পালনে কমতি না করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আমরা শুধু এই বাক্যগুলিকে কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে কাজে পরিণত করার চেষ্টা করি তাহলেই আজকের দিবস পালন স্বার্থক হবে।
আলোচনায় বক্তব্য রাখেন তরুণ শিক্ষার্থীরা, এনজিও প্রতিনিধিবৃন্দ, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও মিডিয়ার প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট