
মোঃ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে আজ নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৫ কুড়িগ্রামেও পালিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুপুরে কুড়িগ্রামে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর অদম্য নারীদের মধ্যে জেলা ও উপজেলার ১০ নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, ডেপুটি সিভিল সার্জন আ,ন,ম গোলাম মোহাইমেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারী নিজাম উদ্দীনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।