1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

‎সাইফুল ইসলাম (রায়পুর উপজেলা প্রতিনিধি)



লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৯ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গতকাল (০৯-১২-২৫ ইং), রোজ মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনগণ, মুরুব্বি ও তরুণরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বৈঠকে অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর পক্ষ থেকে লক্ষ্মীপুর-২ আসনের এমপি মনোনয়নপ্রাপ্ত পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূইয়া। তিনি বলেন,
‎“ইসলামের ন্যায়–নীতির ভিত্তিতে একটি সুবিচারপূর্ণ সমাজ গঠনে আমাদের সকলের মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি থেকে দূরে থাকা এবং কোরআন–সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা-ই মুসলিম জাতির প্রকৃত সাফল্যের পথ।”
‎তিনি আরও বলেন, দেশের বর্তমান নৈতিক সংকট, পরিবারে মূল্যবোধের অবক্ষয় এবং তরুণ সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী আদর্শ–নির্ভর নেতৃত্বই একমাত্র স্থায়ী সমাধান দিতে পারে। জনগণের আস্থা ও দোয়ার মাধ্যমে একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন হায়দারগঞ্জ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও ৯ নং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইউসুফ জামাল। তিনি বলেন,
‎“আল্লাহভীতির উপর ভিত্তি করা সমাজ কখনো পথভ্রষ্ট হয় না। ইসলামী শিক্ষা, দায়িত্বশীল নেতৃত্ব ও সৎকাজের প্রতি উৎসাহই সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে। জাতির কল্যাণে আমাদের প্রতিটি কাজ হতে হবে আমানতদারিত্বপূর্ণ।”
‎বৈঠকে বক্তাগণ ইসলামী মূল্যবোধ জাগ্রত করা, মাদকসহ সমাজবিরোধী কার্যক্রম প্রতিহত করা, পরস্পরের প্রতি সহযোগিতা বৃদ্ধি এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, একটি সুশৃঙ্খল ও ঈমানদার সমাজ গঠনের মূল চাবিকাঠি হলো—নামাজ প্রতিষ্ঠা, নৈতিকতা রক্ষা এবং মানুষের কল্যাণে কাজ করা।
‎সভায় স্থানীয় জনগণ বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে মতামত প্রকাশ করেন। গ্রামের কাঁচা রাস্তা, শিক্ষা সুবিধা বৃদ্ধি, কোরআন শেখার ব্যবস্থা সম্প্রসারণ, অসহায়দের জন্য সহযোগিতা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনাও হয়।
‎শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হেদায়েত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। বৈঠক শেষে অংশগ্রহণকারীরা জানান, ইসলামিক মূল্যবোধ কেন্দ্রিক এ ধরনের উঠান বৈঠক সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট