
সাইফুল ইসলাম (রায়পুর উপজেলা প্রতিনিধি)
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৯ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গতকাল (০৯-১২-২৫ ইং), রোজ মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনগণ, মুরুব্বি ও তরুণরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বৈঠকে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর পক্ষ থেকে লক্ষ্মীপুর-২ আসনের এমপি মনোনয়নপ্রাপ্ত পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূইয়া। তিনি বলেন,
“ইসলামের ন্যায়–নীতির ভিত্তিতে একটি সুবিচারপূর্ণ সমাজ গঠনে আমাদের সকলের মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি থেকে দূরে থাকা এবং কোরআন–সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা-ই মুসলিম জাতির প্রকৃত সাফল্যের পথ।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান নৈতিক সংকট, পরিবারে মূল্যবোধের অবক্ষয় এবং তরুণ সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী আদর্শ–নির্ভর নেতৃত্বই একমাত্র স্থায়ী সমাধান দিতে পারে। জনগণের আস্থা ও দোয়ার মাধ্যমে একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন হায়দারগঞ্জ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও ৯ নং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইউসুফ জামাল। তিনি বলেন,
“আল্লাহভীতির উপর ভিত্তি করা সমাজ কখনো পথভ্রষ্ট হয় না। ইসলামী শিক্ষা, দায়িত্বশীল নেতৃত্ব ও সৎকাজের প্রতি উৎসাহই সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে। জাতির কল্যাণে আমাদের প্রতিটি কাজ হতে হবে আমানতদারিত্বপূর্ণ।”
বৈঠকে বক্তাগণ ইসলামী মূল্যবোধ জাগ্রত করা, মাদকসহ সমাজবিরোধী কার্যক্রম প্রতিহত করা, পরস্পরের প্রতি সহযোগিতা বৃদ্ধি এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, একটি সুশৃঙ্খল ও ঈমানদার সমাজ গঠনের মূল চাবিকাঠি হলো—নামাজ প্রতিষ্ঠা, নৈতিকতা রক্ষা এবং মানুষের কল্যাণে কাজ করা।
সভায় স্থানীয় জনগণ বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে মতামত প্রকাশ করেন। গ্রামের কাঁচা রাস্তা, শিক্ষা সুবিধা বৃদ্ধি, কোরআন শেখার ব্যবস্থা সম্প্রসারণ, অসহায়দের জন্য সহযোগিতা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনাও হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হেদায়েত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। বৈঠক শেষে অংশগ্রহণকারীরা জানান, ইসলামিক মূল্যবোধ কেন্দ্রিক এ ধরনের উঠান বৈঠক সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।