ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): সরকারি কর্মচারীদেরকে আগামী ৩০/১১/২০২৪ ইং তারিখের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। গতকাল রবিবার ১৭/১১/২০২৪ ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ওবায়দুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
সরকারি কর্মচারীদের সম্পদের তথ্য গোপনীয়তার স্বার্থে সীলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়।
প্রজ্ঞাপন/নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, মহা-হিসাব নিরীক্ষা ও নিয়ন্ত্রক, প্রধান উপদেষ্টার একান্ত সচিব-১, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্ট ও সিনিয়র সচিবের একান্ত সচিব বরাবর প্রেরণ করা হয়।