
পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধি-
১১ ডিসেম্বর/২৫
জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর কলেজ হল রুমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষ আব্দুল মুমিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাতা পরিবারের সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই কলেজের প্রাক্তন ছাত্রী, বিদ্যেৎসাহী সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাহিদা আকতার ও বিদ্যেৎসাহী সদস্য ডাঃ খন্দকার মিজানুর রহমান, ইউসুফ আলী, এর আগে নবাগত ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন আফিফা আক্তার জুঁই, পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষক/কর্মচারী ও বিজয়ী ছাত্রীদের দের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে কলেজের ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথি শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মন্জুর রহমান শাহেদ ও পারভীন আখতার দিপী।